ঢাকাবুধবার , ৫ জুলাই ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ দেবীদ্বারের আতঙ্ক কিশোরগ্যাং লিডার সালাউদ্দিন বাহিনীর ২ আসামীকে কুমিল্লা জেল হাজতে প্রেরনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:
জুলাই ৫, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ । ৭৫০ জন
ছবি:ফাইল ফটো

কুমিল্লার দক্ষিন দেবীদ্বারের আতংক ও সাংবাদিকের বাড়ীতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে কাটা রক্তাক্ত জখমকারী কিশোর গ্যাং লিডার সালাউদ্দিন বাহিনীর বিরুদ্ধে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার দেবীদ্বার উপজেলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন বাদী হয়ে দায়ের করা দেবীদ্বার থানার মামলা নং ০৬/জিআর-২৬৭/২২ ইং ধারা- ১৪৩/ ৪৪৭/ ৪৪৮/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৪২৭/ ৫০৬/১০৯ পেনাল কোড মামলায় গত ০৩ জুলাই সোমবার ২০২৩ ইং দুপুরে কুমিল্লার বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক উল্লেখিত মামলার (১) নং আসামি আশ্রাফুল প্রকাশে টেগরা আশ্রাফুল,পিতামৃত- নুরুল ইসলাম এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বহাল, (২) নং আসামি মোঃ রাসেল আহাম্মেদ,পিতা- মো. সেলিম, (৩)নং আসামী মোঃ রাকিব হোসেন পিতা- মো. বিল্লাল হোসেনের জামিন আবেদন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন এবং (৪) নং আসামি মো. ইয়াসিন মিয়া, পিতা- আবুল কাশেম , (৫) নং আসামি মো.ইসহাক, পিতা- ইসমাইল, (৬) নং আসামি মো. আলী আশ্রাফ,পিতা- জয়নাল আবদীন, (৭) নং আসামি মোঃ শাকিল পিতা- আব্দুল আলিম, (৮) নং আসামি মোঃ নাজমুল হাসান,পিতা- মো. জাহাঙ্গীর আলম , সর্বসাং উখারী এবং (৯) নং আসামি মোঃ সালাউদ্দিন,পিতামৃত-আব্দুস ছাত্তার সাং বেতরা সর্বথানা- দেবীদ্বার,জেলা কুমিল্লাদের জামিন আবেদন মঞ্জুর করেন। পরে দুইজন আসামি মোঃ রাসেল আহাম্মদ ও মোঃ রাকিবকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন বিচারক।

মামলার বাদীপক্ষের আইনজীবী এম সালাম কমরউদ্দিন জানান, সাংবাদিক বিল্লাল হোসেনের দায়েরকৃত জিআর-২৬৭/২২ মামলার আসামিরা প্রথমে মহামান্য হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিনে এসে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কুমিল্লায় জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক পুলিশের প্রতিবেদন ( চার্জশিট) পর্যন্ত আসামিদের অস্হায়ী জামিন মঞ্জুর করেন এবং গত ১২ জুন ও ১৮ ই জুন বিজ্ঞ আদালতে শুনানীর দিন ধার্য্য ছিল শুনানিতে সকল আসামিরা অনুপস্থিত থাকায় আসামিদের পূর্বের জামিন বাতিল এবং ১ নং আসামি আশ্রাফুল টেগরা আশ্রাফুলের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি ও সালাউদ্দিনসহ ৮ জন আসামীকে পলাতক ঘোষণার আদেশ দিয়ে মামলা সিজিএম কোর্টে বদলি করলে গত ০৩ জুলাই সোমবার ২০২৩ ইং দুপুরে কুমিল্লার বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক উল্লেখিত মামলার (১) নং আসামি আশ্রাফুল প্রকাশে টেগরা আশ্রাফুল এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বহাল, (২) নং আসামি মোঃ রাসেল আহাম্মেদ (৩)নং আসামী মোঃ রাকিব হোসেন পিতা- মো. বিল্লালের জামিন আবেদন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন এবং বাকি ৬ জনের জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী মো.বিল্লাল হোসেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা ও সাপ্তাহিক অপরাধ বিচিত্রা ম্যাগাজিনসহ অন্যান্য পত্রিকায় রাজামেহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন ও সচিব সাদেকুর রহমান ও ৭,৮,৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াসমিন সিদ্দিকীর জন্ম নিবন্ধন সেবায় অনিয়ম ও দুর্নীতির শিরোনামে সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে নারী ইউপি সদস্য ইয়াসমিন সিদ্দিকীর চাচা কিশোর গ্যাং লিডার সালাউদ্দিন ও তার কিশোর গ্যাং বাহিনীর সন্ত্রাসীরা সাংবাদিক বিল্লাল হোসেন কে হত্যার ষড়যন্ত্র করতে থাকে তারই ধারাবাহিকতায় গত ০৪ ডিসেম্বর ২০২২ ইং তারিখে কিশোর গ্যাং লিডার সালাউদ্দিনের হুকুমে এবং সহায়তায় তার কিশোর গ্যাং বাহিনীর সদস্য আশ্রাফুল প্রকাশে টেগরা আশ্রাফুলসহ ১৮/১৯ জন সংঘবদ্ধ হয়ে হাতে রামদা,দা,এসএস পাইপ, নিয়ে সাংবাদিক বিল্লাল হোসেনকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে একাধিকবার হামলা করে। বাড়িতে সাংবাদিক বিল্লাল হোসেনকে না পেয়ে তার বড় ভাই মো. জালালকে উল্লেখিত মামলার (১) নং আসামী আশ্রাফুল টেগরা আশ্রাফুল হত্যার উদ্দেশ্য চাইনিজ কুরাল দিয়ে কুপিয়ে ডানহাতের লিগামেন্ট রগ বিচ্ছিন্ন করে,আসামি মো. রাসেল, মো. রাকিব,মো.ইয়াসিন মিয়ার হাতে থাকা দা,রামদা দিয়ে দুই কাঁধে কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে এবং অপরাপর আসামি মো.ইসহাক, মো. আলী আশ্রাফ, মোঃ শাকিল, মোঃ নাজমুল হাসানদের হাতে থাকা এসএস পাইপ দিয়ে পিটিয়ে ভিক্টিমের সমস্ত শরিলে থেঁতলানো, নিলাফুলা জখম করে। পরে ভিকটিম ও ভিক্টিম পরিবারের সকলের শোর চিৎকারে আশেপাশের লোকজন আসতে থাকলে আসামিরা হুমকি দিয়ে চলে যায়। উপস্থিত সাক্ষী ও জনগণের সহায়তায় ভিকটিম জালাল মিয়া কে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ০৭ ই ডিসেম্বর ২০২২ ইং তারিখে ভিকটিমের ছোট ভাই সাংবাদিক বিল্লাল হোসেন বাদী হয়ে আশ্রাফুল টেগরা আশ্রাফুলসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৯/১০ জনকে আসামি করে দেবীদ্বার থানায় মামলা দায়ের করেন।