ঢাকাসোমবার , ২১ আগস্ট ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

২১ আগস্টের ন্যাক্কারজনক গ্রেনেড হামলার প্রতিবাদে বরুড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিবেদক :
আগস্ট ২১, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ । ৮৩ জন

২০০৪ সালের ২১ আগস্টের ন্যাক্কারজনক গ্রেনেড হামলার প্রতিবাদে কুমিল্লার বরুড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ জেড এম শফিউদ্দিন শামীমের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
সোমবার (২১ আগস্ট) বিকেলে বরুড়া পৌর এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলটি বের হয়।
মিছিল শুরুর প্রক্কালে এ জেড এম শফিউদ্দিন শামীম বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই হামলার মাধ্যমে মূলত তৎকালীন জামায়াত-বিএনপি সরকার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। এই হামলা ছিল রাষ্ট্রীয় মদদপুষ্ট এবং রাজনৈতিক বিরোধীদের নির্মূল করার অপচেষ্টা।
এ সময় শফিউদ্দিন শামীম জঘন্যতম এই বর্বরোচিত গ্রেনেড হামলা এবং হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দণ্ডিতদের শাস্তি ও ফাঁসি অবিলম্বে কার্যকর করার দাবি জানান। তিনি একই সাথে ২১ আগস্টে আহতদের প্রতি সমবেদনা এবং আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ যাঁরা শহিদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বরুড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের উপস্থিতিতে প্রতিবাদ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মো.বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বরুড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক কামরুন নাহার শিখা ও বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.ফরহাদ হোসেন প্রমুখ।
এদিকে, প্রতিবাদ মিছিলে যোগ দিতে সোমবার বেলা ৩টার দিকে বরুড়া পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপজেলার বিভিন্ন এলাকা থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে এসে সমবেত হয়। এ সময় ঈদগাঁহ মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরবর্তীতে বিশাল মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ২০০৪ সালের ২১ আগস্টে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে কাপুরুষোচিত গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা এবং আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদ জানান। এছাড়া এ হামলার ঘটনায় দণ্ডপ্রাপ্তদের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতা এ জেড এম শফিউদ্দিন শামীম সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এলাকায় আর্ত সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন, আবাসন, শিক্ষা-স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। তিনি কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।