ঢাকাবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

হোমনায় ১২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি :
আগস্ট ১০, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ । ১০০ জন

কুমিল্লার হোমনা উপজেলায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ।

হোমনা থানা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকাল ৬ টা ১০ ঘটিকার সময় হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নস্থ কৃষ্ণপুর বিদ্যুৎ অফিসের সামনে থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলো, দেবিদ্ধার উপজেলার ফাতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে মোঃ শাহজালাল (২৫), হোমনা পৌর এলাকার ৬ নং ওয়ার্ড শ্রীমদ্দি (জলিল চেয়ারম্যান বাড়ি) মৃত জীবন মিয়ার ছেলে আরিফ হোসেন (২৫)।

হোমনা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. জয়নাল আবেদীন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।