ঢাকারবিবার , ২৮ মে ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আওয়ামীলীগ কর্মী সেলিম মিয়া এখন রিকসাচালক

নিজস্ব প্রতিবেদক :
মে ২৮, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ । ৪৫ জন

নিজের চিকিৎসা ও পরিবারের খরচ জোগার করতে কুমিল্লার পর্যটক কেন্দ্র কোটবাড়ি এরিয়ায় ভাড়া রিকশা চালাচ্ছেন আওয়ামীলীগের এক প্রবীণ কর্মী। রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। নেই কোন জায়গা সম্পত্তি। ভাড়া থাকেন কোটবাড়ি এরিয়ায় একটি ভাঙ্গাচুরা ঘরে।

১৯৮৭ সালের ২৬ অক্টোবর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা জেলা বরুড়া উপজেলার আওয়ামীলীগের ঘোষিত, সাবেক এমপি আঃ হাকিম সাহেবের ডাকে উপজেলা বরুড়া বাজারে অবরোধে অংশগ্রহণ করতে গেলে পুলিশের সহযোগিতায় জাতীয় পার্টি কর্মীগণ আওয়ামী লীগের মিছিলে হামলা করলে ৭ জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ সাতজনের একজন কুমিল্লা জেলা বরুড়া উপজেলা খোশবাস দক্ষিণ ইউনিয়নের বড় হরিপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে সেলিম মিয়া (৬৫)। তৎকালীন সময়ে তিনি ছিলেন বড় হরিপুর গ্রামের আওয়ামিলীগের কর্মী।

কথা বলতে বলতেই সেলিম মিয়া চোখের পানি দিয়ে ভিজে যাচ্ছে পুরো মুখ। এক সময় বলে ওঠেন ‘আমাদের রক্ত বৃথা যায়নি। স্বৈরাচারের পতন হয়েছে। গণতন্ত্রের হাত ধরে রাজনৈতিক নেতৃবৃন্দই দেশ চালাচ্ছে। কিন্তু ভুলে গেছে আমাদেরকে, আমরা যারা রক্ত দিয়ে তৈরি করেছি গণতান্ত্রিক বাংলাদেশ।

সেলিম মিয়া বলেন, আওয়ামীলীগের নেতা আঃ হাকিম সাহেব যখন ক্ষমতায় এসেছেন, তখন একটু সহযোগিতা করেছিলেন। তারপর হাকিম সাহেবও মারা গেল, আমার কথা সবাই ভুলেগেলে। এই পর্যন্ত আর কেউ খোঁজখবর নিতে আসলো না, আর নেতাদের কাছে গিয়ে কোন সহযোগিতা পাই নাই। উপায় না পেয়ে এখন জীবন বাঁচাতে কুমিল্লা কোটবাড়িতে এসে এই গুলিবিদ্ধ পা নিয়েই রিকশা চালাচ্ছি। এখন রিকশা প্যান্ডেল আমার একমাত্র ভরসা।

সেলিম মিয়া আরও বলেন, ভাই আমরা ফ্যামিলিগতভাবেই আওয়ামীলীগ, অথচ কারো থেকে কোনো হেল্প পেলাম না। সরকার অনেককে ঘর দিলো, প্রতিবন্ধি কার্ড দিলো কিন্তু আমি ঘর কিংবা প্রতিবন্ধি কার্ডও পেলাম না। সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।

বরুড়ার সাবেক এমপি আঃ হাকিমের ছেলে, উপজেলার বর্তমান চেয়ারম্যান এ এন মঈনুল ইসলাম বলেন, আমি বিষয়টি জেনে আপনাকে পরে জানাবো।

এ বিষয় জানতে বরুড়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও মাননীয় সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলকে একাধিকবার মুঠোফোনে কল করেও কোন সাড়া পাওয়া যায়নি।