কুমিল্লার লাকসামে সমাবেশ করতে পারেনি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। রোববার বেলা ৩টায় লাকসাম বাইপাস হাউজিং এস্টেট এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আয়োজনে তারা সমাবেশ করতে চাইলে লাকসাম থানা পুলিশ বাধা দেয়।
সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র থেকে এ কর্মসূচি দেওয়া হয়েছিল। এদিকে এ বাধার প্রতিবাদে লাকসাম পৌরসভায় তাৎক্ষণিক এক জরুরি সাংবাদিক সম্মেলন ডাকেন দলের নেতৃবৃন্দ।
ক্ষোভ জানিয়েছেন দলের পক্ষ থেকে ইসলামী আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুদ্দীন হামিদী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। কিন্তু প্রশাসন সমাবেশ করতে না দিয়ে নাগরিক অধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে।’
তিনি আরও বলেন, আমরা দীর্ঘ ১ মাস ধরে সমাবেশ বাস্তবায়নের জন্য পোস্টার-ব্যানার করে প্রচার করেছি। এমনকি ডিসি অফিস থেকে অনুমতি নেওয়ার জন্য আবেদন পত্র জমা দিয়ে সকল নিয়ম মেনে সমাবেশ করতে প্রস্তুতি নিয়েছিলাম। হঠাৎ প্রশাসন কাদের ইশারায় আমাদের শান্তিপূর্ণ সমাবেশে করতে বাধা দিলো।
এ বিষয়ে জানতে চাইলে লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘যানবাহন চলাচলসহ জনজীবনে বিঘ্ন ঘটার আশঙ্কা থেকে ইসলামী আন্দোলনকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।