কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দুইবারের নির্বাচিত সাবেক ভিপি জনপ্রিয় ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহআলম এর স্মরণ সভা অনুষ্ঠিত হবে আজ।
কুমিল্লা টাউনহলের বীরচন্দ্রনগর মিলনায়তনে বিকাল ৪টায় অনুষ্ঠেয় এ স্মরণ সভায় আলোচনা, মিলাদ মাহফিল দোয়া ও কোরআন খানির আয়োজন করা হয়েছে।
এদিন অনুষ্ঠানের শুরুতে বিকাল সাড়ে ৪ টায় ভিপি মোহাম্মদ শাহআলম এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, পৌনে ৫টায় স্মৃতিচারণ ও আলোচনা , সাড়ে ৭টায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধকালীন ২নং সেক্টরের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান ভূইয়া, সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সহ যুদ্ধকালীন সহযোদ্ধা এবং ৭০ দশকের সহযোগী ছাত্র নেতৃবৃন্দ ও কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু।
অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শাহআলম মহিউদ্দিন পরিষদের সাবেক জিএস মহিউদ্দিন আহমেদ ও ভিপি শাহআলম শুভার্থী পরিষদের সমন্বয়ক ড. শাহ মো. সেলিম।