ঢাকামঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩
  • অন্যান্য

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে বডিফিটং গাঁজাসহ দুই নারী মাদক কারবারী গ্রেপ্তার

মোঃ বিল্লাল হোসেন:
অক্টোবর ৩, ২০২৩ ৮:৫৫ পূর্বাহ্ণ । ১১২ জন
ছবি- বডি ফিটিং ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তারকৃত দুই নারী মাদক কারবারি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মোসা. মিনোয়ারা বেগম (৩২) ও রহিমা বেগম (২২) নামের দুই নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২ অক্টোবর (সোমবার) বিকেলে ব্রাহ্মণপাড়া সদর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বডি ফিটিং করা অবস্থায় ৫ কেজি করে মোট ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া মোসা. মিনোয়ারা বেগম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের ফারুক মিয়ার স্ত্রী ও রহিমা বেগম একই উপজেলার কোল্লাপাথর গ্রামের মো. শরিফুল ইসলামের স্ত্রী।

থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপপরিদর্শক এসআই মো. শফিক উল্লাহ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, গ্রেপ্তার হওয়া দুই নারী মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ঐদিনেই আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।