প্রাথমিক বৃত্তি ২০২৩! ৮নং মালাপাড়া ইউনিয়ন, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। এক সময়ে প্রতিবছর-ই বৃত্তি পরীক্ষা হতো। গত কয়েক বছর পর এই বছর আবারো পুরাতন নিয়মে শুরু হয়েছে। মেধাবী শিক্ষার্থীরা ই বৃত্তি পেয়ে থাকে, তার সাথে থাকে স্কুলের শিক্ষকদের সর্বোচ্চ চেস্টা।
আছাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ জন শিক্ষার্থী পেয়েছে। আর, ইউনিয়নের সবচেয়ে পুরাতন অলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেয়েছে মাত্র ১ জন শিক্ষার্থী!
মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সোনালী সময় ছিল শ্রদ্ধেয় শাহআলম স্যার, মরহুম আব্দুল ছালাম স্যার, জনাব হাজী ফরিদ উদ্দিন স্যার ও ইসলাম স্যারের সময়ে। উপজেলায় শ্রেষ্ঠ স্কুল হিসেবে পরিচিতি ছিল বেশ সুনামের সাথে।
অলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা হয় ১৯৩৯ সালে, সকল গ্রাম থেকে শিক্ষার্থী আসতো পড়তে ও ফলাফল হত ভালো এবং বৃত্তি পেতো অনেক। বৃত্তি প্রাপ্তদের তালিকা দেখলেই বুঝা যাবে কত সোনালী সময় ছিল। এখন অলুয়াতে ই ২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আরেক স্বনামধন্য স্কুল। ইউনিয়নের সেন্ট্রাল পরীক্ষা হতো এই স্কুলে ও পড়া লেখার মান ছিল চমৎকার।
এদিকে আছাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় গত কয়েকবছর যাবত খুব ভালো ফলাফল করছেন ও এই বছর বৃত্তি পেল ৯ জন শিক্ষার্থী। অভিনন্দন সকলকে ও শিক্ষকদের ধন্যবাদ দিয়ে ছোট করবোনা এবং কৃতজ্ঞতা জানাই। ইতোপূর্বে উপজেলায় বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্হান সহ অনেক কৃতিত্ব অর্জন করেছেন। বৃত্তি পরীক্ষার এই ফলাফল আছাদনগর গ্রামের জনসাধারণ অনেক খুশি ও আনন্দিত। ভবিষ্যৎ ও যেন আরো ভালো ফলাফল করে সংশ্লিষ্ট সকলকে আহবান জানানো হয়েছে।
রামনগর গ্রামে রয়েছে ২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্বচন্ডিপুর গ্রামে ১ টি।
চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও অনেক মেধাবীরা ছিলেন এবং ফলাফল করেছেন।
সকল বিদ্যালয়ে ই এখন উচ্চ শিক্ষিত মেধাবী শিক্ষক রয়েছেন। আশাকরি, ভবিষতে ভালো ফলাফল ও পাঠদানে সর্বোচ্চ কঠোর পরিশ্রম করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি পরিচালক পর্ষদকে গুরুত্বের সাথে মনিটর করতে হবে।
সকল গ্রামের সচেতন নাগরিকগণ ও নেতৃত্বদানকারী প্রাথমিক বিদ্যালয় গুলোর সুদৃষ্টি দিবেন। শুধু সভাপতি ও কমিটির সদস্য হয়ে বসে থাকলে চলবেনা। আপনার একটু মনিটরিংয়ে ভালো ফলাফল হলে গ্রাম ও ইউনিয়নের ই সুনাম।
প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন অনেক সফল মেধাবী শিক্ষার্থী রয়েছেন যারা বিভিন্ন ডিপার্টমেন্টে ভালো পজিশনে জব করছেন। গ্রামকে ভালোবেসে, নিজ গ্রামের স্কুলোর দিকে খেয়াল রাখার বিনীত আহবান জানাচ্ছি।
জাজাকাল্লাহ খায়রান
শাহ্জালাল আল-নাগর