ঢাকাশনিবার , ১৮ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

বিনা ছুটিতে ফ্রান্সে গিয়ে অপসারিত হলেন কুবির অফিস সহায়ক

কুবি প্রতিনিধি:
নভেম্বর ১৮, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ । ৯৭ জন

বিনা ছুটিতে ফ্রান্সে গিয়ে ফিরে না আসায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক অফিস সহায়ককে চাকরি থেকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অপসারিত হওয়া মনোয়ার বেগম সাকি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এস্টেট শাখার অফিস সহকারী ও ডাটা কাম প্রসেসর। শনিবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম চৌধুরী।
জানা যায়, গত ফেব্রুয়ারি থেকে থেকে কর্মস্থলে অনুপস্থিত তিনি। অনুপস্থিতির দুই মাস পর গত ২ এপ্রিল কর্মস্থলে যোগদান করতে রেজিস্ট্রার দপ্তর থেকে চিঠি দেওয়া হলেও তিনি ফেরত আসেনি এবং চিঠির জবাব দেয়নি। পরে প্রায় সাড়ে সাত মাস পরও কর্মস্থলে যোগদান না করায় এবং একাধিক চিঠির উত্তর না দেওয়ায় ২০১৮ সনের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা বিধি ৩(গ) তে বর্ণিত পলায়ন (Desertion) অভিযোগে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৯ অক্টোবর ৮৯ তম সিন্ডিকেট সভায় তাকে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে গত ফেব্রæয়ারি থেকে ফ্রান্সে অবস্থান করছেন এমন বিভিন্ন ছবি গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে মনোয়ারা বেগমের। বিষয়টি নিশ্চিতও করেন মনোয়ারা বেগমের পিতা আবুল খায়ের। এদিকে তার ফেসবুক থেকে জানা যায় তিনি কুমিল্লা দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক।
এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী বলেন, ২ মাস কর্মস্থলে যোগ না দেওয়ায় গত ২ এপ্রিল কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে তিনি জবাব দেননি। পরে একাধিকবার চিঠির উত্তর না পেয়ে এবং তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকায় আইন অনুযায়ী পলায়ন হিসেবে গণ্য করা হয়েছে। সে অনুযায়ী তাকে অপসারণ করেন সিন্ডিকেট। তবে তিনি তার প্রাপ্য বেতন-ভাতা গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছুটি শেষে দেশে ফিরে না আসা শিক্ষকদের থেকে বেতন-ভাতা বাবদ প্রদত্ত প্রায় ১ কোটি ৩৭ লক্ষ টাকা ফেরত এনেছে। এছাড়া যেসকল শিক্ষক দেশে ফেরত আসতে চায় না তাদের অব্যাহতি নিতে এবং বেতন-ভাতা বাবদ প্রদত্ত অর্থ ফেরত দিতে নির্দেশ দিয়েছেন।