কক্সবাজারের উখিয়ায় বিদেশি মদসহ একজন ইজিবাইক চালককে আটক করেছে শাহ্পুরী হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ২০২৩খ্রিঃ) রাত অনু: ১১:০৫ ঘটিকায় কক্সবাজার- টেকনাফ আঞ্চলিক মহাসড়কের কাস্টম চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলো ককক্সবাজার জেলার টেকনাফ থানার তুলাতলি এলাকার মোঃ রফিক (২০)।
কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের কাস্টম চেকপোস্ট নামকস্থানে শাহ্পুরী হাইওয়ে থানা পুলিশ চেকপোস্ট ডিউটি করাকালে একটি ইজিবাইকের চালক হাইওয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় শাহ্পুরী হাইওয়ে থানার এএসআই(নিঃ) মোঃ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ উক্ত ইজিবাইক চালককে আটক করেন। এসময় তার ইজিবাইক তল্লাশি করে ১২ (বার) বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।