কুমিল্লা রিজিয়ন ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১১শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার (২৬ আগস্ট) সকাল পৌনে ৯ ঘটিকার সময় ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের এসআই নুর সোলেমান, এসআই সফিকুর রহমান, এএসআই আলতাফ সংগীয় ফোর্স নিয়ে ছাগলনাইয়া থানার গোপাল ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সুলতানা পেল্ট্রোল পাম্পের পশ্চিমে ঢাকামুখী সৌদিয়া সিল্কি যাত্রীবাহী এসি বাসে (চট্ট মেট্রো-ব ১১-১৯১৫) তল্লাশি চালিয়ে এক মাদক পাচারকারী কে গ্রেফতার করেন পুলিশ।
এসময় বিশেষ কায়দায় প্যান্টের ডান পকেটে লুকায়িত অবস্থায় ১১ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মাদক কারবারি হলো, চট্টগ্রাম জেলার সাতকানিয়া কাঞ্চনা এলাকার মৃত মোজাফফর আহমদের ছেলে মোঃ হেলাল (৩৮)।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।