ঢাকাশুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

পাঁচথুবীতে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি :
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১০:২২ পূর্বাহ্ণ । ২০৩ জন

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদের দিক নির্দেশনায় নিয়মিত মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই আইনশৃঙ্খলা বিঘ্নকারী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৫২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত তিন ঘটিকার সময় কুমিল্লা কোতয়ালী থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশ্বস্ত সূত্রে গোপন সংবাদের প্রেক্ষিতে ৫ নং পাঁচথুবী ইউপিস্থ জালুয়াপাড়া মধ্যপাড়া সাকিনের ধৃত আসামী ছগীর @ ছমির এর বসত বাড়ীর উত্তর ভিটির একচালা টিনের রান্না ঘরের ভিতর পূর্ব কোনে হইতে অভিযান পরিচালনা করে ২৬ পোটলায় মোট- ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ আসামী ১. ছগীর @ ছমির (৩৫), পিতা-মকসুদ @ থিতন মিয়া গ্রাম- জালুয়াপাড়া (মধ্যপাড়া) থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করেন। ঘটনাস্থলে থাকা অপর আসামী সোহেল (২৪), পিতা-সিরাজ গ্রাম- সুবর্ণপুর পশ্চিমপাড়া (সাবেক চেয়ারম্যান হিরন সাহেবের বাড়ী সংলগ্ন) থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা কুমিল্লা দৌড়ে পালিয়ে যায়।

উক্ত ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানার এফআইআর নং-১০৩, তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ইং জি আর নং-১০০৯, তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ধারা- ৩৬ (১) সারণির ১৯ (খ)/৩৬ (১) সারণির ১৯ (গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।