ঢাকাশনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

নাঙ্গলকোট উপজেলা সমিতি,ঢাকা’র কার্য নির্বাহী কমিটির পরিচিত সভা

নিজস্ব প্রতিবেদক:
সেপ্টেম্বর ৯, ২০২৩ ১০:১৬ পূর্বাহ্ণ । ৩৯ জন

৬ সেপ্টেম্বর (বুধবার) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মিডিয়া ক্লাব মিলনায়নে অনুষ্ঠিত হয় । নবনির্বাচিত সভাপতি নাঙ্গলকোটের কৃতি সন্তান বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম সভায় সভাপতিত্ব করেন । সভা পরিচালনা করেন সমিতির নবনির্বাচিত সেক্রেটারী ফরিদ উদ্দিন আহমেদ মজুমদার। সভাপতি সমিতির অন্যান্য কর্মকর্তাদের নাম সহ ১০১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী নাম ঘোষণা করেন।

উল্লেখ্য, দীর্ঘ ১২বছর সমিতির কার্যক্রম স্থবির হয়ে আছে। স্থবিরতা কাটাতে এগিয়ে এসেছেন সাংবাদিক নঈম নিজাম ও ব্যবসায়ী ফরিদ আহমেদ মজুমদার। সভাপতি সভায় ঘোষণা করেন আগামী ছয় মাসের মধ্যে সমিতির স্থায়ী অফিস নেয়ার উদ্যোগ নিবেন। এতে সকলের সহযোগিতা কামনা করেন। পরে ডিনার শেষে সভার সমাপ্তি হয় ।