বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ আজ সীমাহীন কষ্টে আছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আপনারা দেখেছেন, ছাত্রলীগের জেলাপর্যায়ের এক নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছে। তাহলে তাদের বড় নেতারা কত টাকা পাচার করেছেন? তারা লুটপাটের উৎসব করেছেন।
অথচ দেশের মানুষ আজ সীমাহীন কষ্টে। ১০ দিনে এক কেজি মাছ কিনতে পারে না গরিবরা।
এ সরকারের পতন ছাড়া মানুষের ঘরে শান্তি ফিরবে না।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন-উর-রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসীম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, বর্তমান আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য নেতারা।