কুমিল্লার দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধরের সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় (উপ পরিদর্শক) এসআই (নিরস্ত্র) নিশান চন্দ্র বল ও এএসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানাধীন বড়শালঘর ইউনিয়ন এলাকায় চেক পোস্ট পরিচালনা করে ১ টি দেশীয় পিস্তল ও ১শত পিচ ইয়াবাসহ একাধিক মাদক মামলার একজন আসামিকে গ্রেপ্তার করে।
১৫ই সেপ্টেম্বর শুক্রবার চেক পোস্ট পরিচালনার সময়ে আটককৃত ব্যক্তির শরীরে ফিটিং করা বিশেষ কায়দায় বহনকৃত ০১(এক) টি দেশীয় তৈরী পিস্তল ও ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ বড়শালঘর ইউনিয়নের ইউনুছ মাস্টারের বাড়ীর মৃত হারুনুর রশিদের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩০)কে গ্রেফতার করা হয়।
থানার তথ্য মতে, আসামী আনোয়ার হোসেন (৩০) পূর্বেও ০২টি মাদক মামলার এজাহার ভুক্ত আসামী। এই সংক্রান্তে দেবীদ্বার থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন, অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে এবং চলমান থাকবে।