সোমবার বিকালে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আগামী ২২ মার্চ ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুহিনুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট্র মিডিয়ায় কর্মরত স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
সোমবার (২০ মার্চ) বিকেলে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ প্রেস ব্রিফ্রিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফ্রিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বলেন,”আগামী ২২ মার্চ সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভূমি ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ প্রদান করবেন। ঐ দিন দাউদকান্দিতেও প্রায় ১৩০ টি পরিবারকে গৃহ ও জমিসহ ভূমিহীনদের মাঝে সনদ তুলে দিবেন। পৌরসভার দোনারচর ৭০টি, চরচারুয়া ২৮টি, বিটেশ্বর ৮টি বাকি গুলো ইলিয়টগঞ্জ উত্তরে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ২২ মার্চ সকাল ১০ টায় মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া গৃহহীনদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে উপজেলা হল রুমে উপস্থিত থাকবেন।