ঢাকারবিবার , ১২ মার্চ ২০২৩
  • অন্যান্য

খালেদা জিয়ার চিকিৎসার শেষ পরিণতি ঝাড়ফুঁক

অনলাইন ডেস্ক :
মার্চ ১২, ২০২৩ ৭:৩৭ অপরাহ্ণ । ১১৫ জন
খালেদা জিয়া-ফাইল ফটো।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে টালবাহানা শুরু করেছে দলটির সিনিয়র নেতারা।
এ নিয়ে তৃণমূল নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য উনাদের (সিনিয়র নেতাদের) তো এত দরদি হওয়ার কিছু নেই। উনি বিদেশে চিকিৎসা করবেন নাকি দেশে চিকিৎসা করবেন, ডাক্তারের কাছে নাকি ফকিরের কাছে যাবেন, ঝাড়ফুঁক করাবেন নাকি তাবিজ নেবেন তা একান্তই তার নিজস্ব ব্যাপার। এসব নিয়ে নেতাদের এত টালবাহানার কিছু নেই।

সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তারেকপন্থী নেতা হিসেবে পরিচিত। তারেকের নির্দেশেই তিনি খালেদা জিয়াকে মাইনাস করার ফর্মুলায় কাজ করে যাচ্ছেন। সম্প্রতি খালেদা জিয়ার মুক্তি ও তার চিকিৎসা নিয়ে নানা নেতিবাচক কথা বলেন। গয়েশ্বরের এসব কথায় বিএনপি নেতাকর্মী ও মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

বিএনপি নেতাকর্মীরা বলেন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় চান না যে- খালেদা জিয়ার চিকিৎসা হোক।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিএনপিতে তারেক এবং খালেদাপন্থী দুইটি গ্রুপ রয়েছে। খালেদা জিয়া রাজনীতিতে ফিরে এলে তারেকের ক্ষমতা খর্ব হবে। এ কারণে তারেক ও তার অনুসারীরা খালেদা জিয়ার মাইনাস চান। গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্য খালেদা জিয়ার চিকিৎসা পরিপন্থী।