ঢাকাসোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা দেবীদ্বারে সেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

মোঃ বিল্লাল হোসেন :
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৭:৫২ পূর্বাহ্ণ । ৭০ জন

কুমিল্লা’র দেবীদ্বারে সেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১১ টার সময় দেবীদ্বার পৌর মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ মতবিনিময় সভা ও সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দেবীদ্বার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় ও সভাপতি জিএস মান্নান মোল্লার সভাপতিত্বে উদ্বোধন কর্মসূচিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদিকা এডভোকেট সালমা হাই টুনি, কুমিল্লা-০৪ আসন দেবীদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফকরুল (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য বিএস পলাশ ও মেহেরুন্নেছা উত্তরা,অ্যাডভোকেট মীর খাদিজা শিরিন,দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মনিরুজ্জামান মাষ্টার ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী,দেবীদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি বাবুল হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ লিটন সরকার।