ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মাদকসহ গ্রেফতার ৪

সংবাদ বিজ্ঞপ্তি :
জুলাই ২৭, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ । ৬২ জন

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিল ও ৪১ বোতল বিদেশী মদসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ সিপিসি-২ জানায়, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৬ জুলাই সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ধনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিল ও ৪১ বোতল বিদেশী মদ’সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার ধনপুর গ্রামের এরশাদ মিয়া এর ছেলে রিপন মিয়া (৩৭); একই থানার মথুরাপুর গ্রামের রুক্কু মিয়া এর ছেলে আনোয়ার হোসেন (২৬); একই গ্রামের মৃত আলী আকবর এর ছেলে নজরুল ইসলাম (৩৫) এবং একই থানার জয়নগর গ্রামের আবুল কাশেম এর ছেলে শাকিল (২৪)।

র‌্যাব জানায়, মাদক নির্মূলে র‌্যাব কুমিল্লার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকসহ যারা গ্রেফতার হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।