ঢাকারবিবার , ২৮ মে ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বিএনপির পদযাত্রায় জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক :
মে ২৮, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ । ১০৯ জন

সরকারের পদত্যাগ, নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০দফা দাবিতে কুমিল্লায় মহানগর বিএনপি গতকাল পদযাত্রা কর্মসূচি পালন করেছে।

রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রাটি শুরু হয়ে চকবাজারের উদ্দেশ্যে বের হলে ভিক্টেরিয়া কলেজ রোডের লিবার্টি মোড়ের সামনে পুলিশ বাধা দেয়।

এসময় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলে। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু,সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, জেলা বিএনপি’র সদস্য সচিব জসীমউদ্দীন, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পদযাত্রার বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ কামরান হোসেন সাংবাদিকদের বলেন, নগরে যানজট ও জনগণের নিরাপত্তার স্বার্থে নগরের প্রধান সড়ক কান্দিরপাড়ে আসতে দেয়া হয়নি। ওনাদেরকে নিজ কার্য্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে দেওয়া হয়েছে।