ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় প্রবাসীকে হত্যায় স্ত্রীসহ চারজনের মৃত্যুদণ্ড কন্যার যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক :
আগস্ট ৩০, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ । ১২৫ জন

কুমিল্লার চান্দিনায় প্রবাসী শহীদ উল্ল্যাকে হত্যার দায়ে স্ত্রীসহ চারজনের মৃত্যুদন্ড ও কন্যাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ আগস্ট) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, কুমিল্লা চান্দিনার মাইজখার ইউনিয়নের কাশারীখোলা গ্রামের নিহত শহীদ উল্ল্যা’র স্ত্রী আসামি হাছনেয়ারা বেগম, একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মো. শাহজাহান, মৃত মধু মিয়ার ছেলে মো. আমির হোসেন ও মৃত তৈয়ব আলীর ছেলে মো. মোস্তফা। তাদের প্রত্যেককে ৫০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন আদালত।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি হলেন, নিহতের কন্যা মোছা. খাদিজা বেগম। খাদিজা বেগমকে ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ করেন আদালত।

মামলার বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মুজিবুর রহমান জানান, পারিবারিক বিরোধের জের ধরে ২০০৯ সালে ২২নভেম্বর কুমিল্লার চান্দিনার কাশারীখোলা গ্রামে প্রবাস ফেরত শহীদ উল্ল্যাকে স্ত্রী-কন্যাসহ ৫জনে মিলে শ্বাসরোধ করে হত্যা। পরে লাশ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ধান ক্ষেতে ফেলে দেয়। পরে ওই ঘটনায় নিহতের ভাই হাবিব উল্ল্যাহ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন। ১৪ বছর পর মামলার রায় দেয় আদালত।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, রায় ঘোষণাকালে আসামি মো. মোস্তফা ও মো. শাহজাহান আদালতে উপস্থিত ছিলেন না। অপর তিনজন আদালতে উপস্থিত ছিলেন।