ঢাকাশুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • অন্যান্য

কুমিল্লায় দশ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক

সংবাদ বিজ্ঞপ্তি :
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৯:৪৯ পূর্বাহ্ণ । ২০০ জন

কুমিল্লা কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদের দিক নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কুমিল্লা কোতয়ালি থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করাকালীন বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত তিনটা ৪০ মিনিটের সময় এসআই আমজাদ হোসেন, এএসআই (নিঃ) ফয়েজ আহম্মেদ এবং সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ২নং দূর্গাপুর উত্তর ইউপিস্থ ৩নং ওয়ার্ড নিশ্চিন্তপুর সাকিনস্থ কুমিল্লা ক্যান্টমেন্ট এলাকায় অবস্থিত ঢাকা বাস ষ্ট্যান্ড এর এশিয়া এয়ারকন কাউন্টারের সামনে খালি জায়গায় তল্লাশী করে ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ রানা সিকদার (৩০), পিতা- মোঃ কাদের সিকদার, মাতা- রুফিয়া বেগম, সাং- টামটা (সিকদার বাড়ী), থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করা হয়।

এই সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানার , এফআইআর নং-১০২, তারিখ- ২৮/০৯/২০২৩; ধারা-৩৬(১) সারণির ১০ (গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ তে মামলা রুজু করা হয়।