ঢাকাবৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩০ আগস্ট

কুবি প্রতিনিধি :
আগস্ট ১৭, ২০২৩ ৯:২১ পূর্বাহ্ণ । ৮১ জন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে ৩০ আগস্ট (বুধবার)। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির প্রধান ড. মাহমুদুল হাছান।
জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির অন্তর্ভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০৩০ টি আসনের বিপরীতে ইতিমধ্যে ১০২১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তবে কোটার ভর্তির বিষয়ে জানা যায়নি।

ড. মাহমুদুল হাছান বলেন ‘নতুন শিক্ষাবর্ষে গুচ্ছের তৃতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। যেখানে ১০২১ জন শিক্ষার্থী তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে। আগামী ২০ আগস্ট চতুর্থ মেধাতালিকার ফলাফল প্রকাশিত হবে। পরর্বতীতে ২১ ও ২২ তারিখ প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের এসে জমা দিতে হবে এবং ২৭ ও ২৮ আগস্ট চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। এরপর ৩০ আগস্ট (বুধবার) থেকে নতুন বর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষের এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচ হবে।