ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কলেজছাত্রী তনু হত্যা : আড়াই বছর পর মামলার সাক্ষীকে পিবিআইয়ের তলব

নিজস্ব প্রতিবেদক :
জুলাই ২৫, ২০২৩ ৪:৫৫ পূর্বাহ্ণ । ১৬৭ জন

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলাসংক্রান্ত বিভিন্ন বিষয় জানার জন্য সাক্ষী লাইজু জাহানকে তলব করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকার দক্ষিণ কল্যাণপুরের পুলিশ পরিদর্শক মো. মজিবুর রহমান এক চিঠির মাধ্যমে সাক্ষীকে তলব করেছেন। আগামী ৩ আগস্ট সকাল ১০টায় কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট পিবিআই কুমিল্লা জেলা কার্যালয়ে তাঁকে ডাকা হয়েছে।

লাইজু জাহান নিহত তনুর চাচাতো বোন।

ঘটনার দিন লাইজু কুমিল্লা সেনানিবাসে সোহাগীদের বাসায় ছিলেন। এর আগেও তাঁকে একাধিকবার নানা সংস্থা ডেকে নানা বিষয় জানতে চেয়েছিল। মামলার বাদী তনুর বাবা ইয়ার হোসেন গতকাল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তনুর পরিবার বলছে, ২০২০ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ আড়াই বছরের ব্যবধানে পিবিআই ফের এ মামলায় তত্পর হলো।

ইয়ার হোসেন বলেন, লাইজু এখন সুনামগঞ্জের ছাতকে থাকেন। তাঁকে এর আগেও অনেকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদেই ঘুরপাক খাচ্ছে মামলার তদন্ত। মেয়ের খুনিরা এখনো অধরা।

ভাবতেই বুকটা ফেটে যায়।

তনুর মা আনোয়ারা বেগম বলেন, ‘লাইজুকে আর কতবার জিজ্ঞেস করা হবে? এর পরও এত দিন পর পিবিআই সজাগ হলো। দেখি, কী হয়। তবে অবস্থা দেখে মনে হচ্ছে, মরার আগে মেয়ের খুনিদের চেহারা দেখা হবে না। বিচার তো দূরের কথা।


মো. মজিবুর রহমান বলেন, ‘আমরা মামলাটি নিয়ে তৎপর রয়েছি। মামলার তদন্তের স্বার্থেই লাইজু জাহানকে ডাকা হয়েছে। এ জন্য চিঠি দেওয়া হয়েছে। এই মামলার অন্য সাক্ষীদেরও পর্যায়ক্রমে ডাকা হবে। তদন্তকাজ এগিয়ে নেওয়ার জন্য আমরা ডেকেছি। আশা করছি দ্রুত তদন্তকাজ শেষ করতে পারব।