কবি সেই ব্যক্তি যিনি কবিত্ব শক্তির অধিকারী এবং কবিতা রচনা করেন। একজন কবি তার রচিত ও সৃষ্ট মৌলিক কবিতাকে লিখিত বা অলিখিত উভয়ভাবেই প্রকাশ করতে পারেন। একটি নির্দিষ্ট প্রেক্ষাপট, ঘটনাকে রূপকধর্মী ও নান্দনিকতা সহযোগে কবিতা রচিত হয়।
শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ) বিকালে কুমিল্লা মহানগরীর টাউন হলের মুক্তিযোদ্ধা কনফারেন্স হলে নবিণ ও প্রবীন কবিদের নিয়ে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, গীতিকবি শফিকুল ইসলাম ঝিনুক।
কবি জয়দেব ভট্টাচার্য্য ভুলু পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন,উষসী পরিষদের সভাপতি এডভোকেট মাহাবুবুর রহমান,লেখক ও নজরুল গবেষক পীযুষ কুমার ভট্রাচার্য্য,
কবি মোঃ নুরুল আলম সেলিম মিয়াজী,সপ্তাহিক সমতটের কাগজ সম্পাদক জামাল উদ্দীন দামাল, কবি সংগঠক আজাদ সরকার লিটন,কবি ও লেখক মোঃ আবদুল আউয়াল সরকার, কবি মোঃ আলাউদ্দিন, কবি শিপন হোসেন মানব,সাংবাদিক আবু সুফিয়ান রাসেল,কবি এ কে এম জসিম উদ্দিন, মোঃ আহসান উল্লাহ,গনেশ চন্দ্র
মজুমদার,কবি কুমকুম দেবনাথ, কবি দিলিপ কুমার সাহা,কবি সানজিদা রোমানা,কবি তাছলিমা লিয়া,মোঃ অহিদুর রহমান, কবি গৌরাঙ্গ দাস,মোঃ হায়াতুন্নবী ফয়সালসহ নবীন ও প্রবীন কবি ও লেখকগন।
এসময় উপস্থিত সদস্যরা বলেন,সংগঠন সামাজিক এবং মানসিকভাবে একটা শক্তি যোগায়। কবিদের নিয়মিত কবিতা পড়া লেখালেখিতে উৎসাহ প্রদান করা,সাহিত্য সংস্কৃতি ও অন্যান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে নিজেদের ভাবনা বিনিময় করাই আমাদের উদ্দেশ্য।