ঢাকাবৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমীর বাসা থেকে স্বর্ণলুট

অনলাইন ডেস্ক :
ডিসেম্বর ৮, ২০২২ ১১:৪৫ পূর্বাহ্ণ । ৭০ জন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কন্ঠশিল্পী আয়েশা মৌসুমীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় তার বাড়িতে থাকা ১৫ ভরি স্বর্ণ লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নাসিক ১ নং ওয়ার্ডের মিজমিজি টিসি রোড এলাকায় চাঁন টাওয়ারের ৬ষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই আয়েশা মৌসুমীর মা নাসিমা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমী জানান, সন্ধ্যার দিকে ঘরে তালা মেরে তিনি তার মায়ের সঙ্গে বাহিরে যান। আনুমানিক দেড় ঘন্টা পর বাসায় ফিরে তাদের ঘর এলোমেলো অবস্থায় দেখতে পান। তবে বাহিরে দিয়ে তাদের দরজা অক্ষত অবস্থায় ছিল। এসময় তার শশুর বাড়ির থেকে দেওয়া এবং পরিবারের থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণ চোর লুট করে নিয়ে যায়। স্বর্ণ ছাড়া তার বাসার আর কোনো জিনিসপত্র চুরি হয় নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা ডিসেম্বর মাসে এ বাসায় উঠেছি। আমরা বের হওয়ার পর ঘরে তালা মেরে যাওয়ার পরও কিভাবে ঘর থেকে তালা খুলে চুরি হয়?

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বার জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।