নওগাঁ মান্দা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে মকলেছুর রহমান মকে। দলীয় সিদ্ধান্তে তিনি এ ভোট বর্জন করেন। মঙ্গলবার দুপুর ১ টার দিকে মান্দা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন।
তিনি অভিযোগ করে বলেন, আগামীতে নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। দাবী যদি পুরন করতে ব্যার্থ হয় তাহলে নেতাকর্মীদের নিয়ে দাবী পুরন করতে রাস্তায় নামার ঘোষণাও দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির সদস্য ডা. একরামুল বারী টিপু ও মনোজিত কুমার সরকার, মান্দা উপজেলা যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মকুল সহ অন্যান্য নেতাকর্মী।
উপজেলার ১৪ ইউনিয়নের ১০৮টি ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোটা গ্রহন শুরু হয়। যেখানে মোট ভোটার ৩ লাখ ৯৭৬ জন।
উল্লেখ্য, গত ৬ জুলাই এ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সরদার জসিম উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর পদটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।