বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে জনদুর্ভোগ লাঘবের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগরের উদ্যোগে ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) উপরোক্ত মন্তব্য করেন।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যব এর সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, মুহাম্মদ সাইফুল্লাহ সাইফ ও হাফেজ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ও সর্বদলীয় ছাত্র ঐক্যের মূখপাত্র মুহাম্মদ শরিফুল ইসলাম রিয়াদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এইচ এম রফিকুল ইসলাম, কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, কুমিল্লা জেলা পশ্চিমের সভাপতি মাওলানা বশির আহমাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন; উন্নয়নের কথা বলে আওয়ামী সরকার দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। জনগণের ন্যূনতম নাগরিক অধিকারটুকুও কেড়ে নেয়া হয়েছে। দেশে এখন জনগণ নিজের ভোট নিজে দিতে পারে না। জনগণ আজ তাদের ভোটের অধিকার, ভাতের অধিকার থেকে বঞ্চিত। তিনি আরো বলেন, আওয়ামী সরকার ২০১৪ এবং ২০১৮ এর মতো আগামীতেও প্রহসনের নির্বাচন করতে চাচ্ছে। তাই বর্তমান সংকট নিরসনে জাতীয় সরকারের বিকল্প নেই। তিনি সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই মন্ত্রীপরিষদ ভেঙ্গে দিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, সরকার বিভিন্ন সময়ে ওলামায়ে কেরামদের গ্রেফতার করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করার চেষ্টা কতেছে। সমাবেশ থেকে গ্রেফতারকৃত ওলামায়ে কেরামদেরসহ সকল রাজনৈতিক বন্ধিদের অতি দ্রুত মুক্তির জন্য আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সহ-সভাপতি মাওলানা কাজী শামসুল ইসলাম, মাওলানা আবুল কালাম কাসেমী, সেক্রেটারি মাওলানা নূর হোসাইন, কুমিল্লা পশ্চিম জেলা সেক্রেটারি মাওলানা এইচ এম আব্দুর রশীদ, উত্তর জেলা জয়েন্ট সেক্রেটারি মুফতি মনির হোসাইন তালুকদার, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মীর ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা শাহ জালাল, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম বিএসসি, মহানগর সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের, জয়েন্ট সেক্রেটারি ও যুবনেতা মাওলানা নাজির আহমদ ফাহিম, অর্থ সম্পাদক হুছাম উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সভাপতি কে এম হুমায়ূন কবির, সহ-সভাপতি আ ম ম উবাইদুল হক, সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ রাশেদুল ইসলাম, মহানগর সহ-সভাপতি মাওলানা আবদুল্লাহ আল ফাহাদ, সাধারণ সম্পাদক ডা. আতিকুল ইসলাম, কুমিল্লা পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ সাইফ, সাধারণ সম্পাদক মাওলানা সফিউল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সভাপতি মুহাম্মদ মাহদী হাসান, সাধারণ সম্পাদক হোসাইন আহমাদ, মহানগর সভাপতি রবিউল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন মিয়াজি, পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ইউনূস সহ জেলা ও মহানগরের প্রমূখ নেতৃবৃন্দ।