ঢাকাশুক্রবার , ১৮ নভেম্বর ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

আজ আউয়াল–স্বপ্নাহারের বিবাহ বার্ষিকী

নিজস্ব প্রতিবেদক :
নভেম্বর ১৮, ২০২২ ৫:৫৫ পূর্বাহ্ণ । ২২৭ জন

বিবাহ বার্ষিকী এমন একটি ভালোবাসা উদযাপনের দিন যা এই দিনটিকে স্মরণীয় করে রাখে।

জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির সহ-সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার- আর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা মোসাম্মৎ স্বপ্নাহার বেগমের ১৬ তম বিবাহ বার্ষিকী আজ।

২০০৬ সালের ১৮ নভেম্বর পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। দেখতে দেখতে কেটে গেছে ১৬টি বছর। দাম্পত্য জীবনে দুই সন্তানের জনক-জননী তারা। স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখের সংসার তাদের।

বিবাহবার্ষিকী উপলক্ষে মোঃআবদুল আউয়াল তার নিজ ফেজবুক টাইমলাইনে একটি ষ্ট্যাটাস দিয়ে লিখেছেন, জীবনের অনেক চরাই উৎরাই পেরিয়ে আজ আমাদের ১৬ বছরের পথচলা, আরও অনেক দুর যেতে হবে, ইনশাআল্লাাহ, শুভ বিবাহবার্ষিকী, আল্লাহ আমাদের মঙ্গলকরুন।

আবদুল আউয়ালের বন্ধু গোলাম কিবরিয়া শুভেচ্ছা জানিয়ে বলেন,( আউয়াল – স্বপ্না) দম্পতির যুগলবন্দী জীবন অনিন্দ্য-সুন্দর,অনুকরণীয়। পরোপকারী ও সুন্দর মনের অধিকারী। ফাতেমা- আব্দুল্লাহ এর মতো ফুটফুটে দুটি সন্তানকে নিয়ে এখন তাদের সুখের সংসার। আজ তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করছি।

দাম্পত্য জীবনে ফাতেমা আউয়াল ঋতু এবং আবদুল্লাহ বিন আবদুল আউয়াল নামে দুই সন্তান রয়েছে।